Othello Bangla Summary: This is a bangla summary of Othello, written by William Shakespeare. So, I hope this bangla summary of Othello will help you to understand the outline story of Othello. Furthermore, Othello is one of the greatest tragedies of William Shakespeare in English literature.
Shakespeare Othello নাটকটি শুরু ভেনিস নামের একটি শহরে যে শহরটা ব্যবসা-বাণিজ্য এবং মিলিটারি শক্তির জন্য বিখ্যাত । Othello is a heroic black general in the service of Venice. ওথেলো ক্যাসিওকে চিফ লেফটেন্যান্ট পদে নিযুক্ত করে কিন্তু ইয়াগুকে করে না। ওথেলোর সফলতায় ঈর্ষান্বিত হয়ে এবং ক্যাসিও প্রধান লেফটেন্যান্ট পদে আসীন হওয়ার জন্য ইয়াগো ওঠেলোর পতনের জন্য ওথেলো স্ত্রী ডেসডেমনা এবং ক্যাসিওর ভিতরে একটা অবৈধ প্রণয় স্থাপিত হয়েছে বলে একটা ষড়যন্ত্র করে
Besides, want to know more about essay writing in English?
Please click here to read English essays on various topics.
Act-1
খুব সকাল বেলায় দুজন ব্যক্তি একজনের নাম রডোরিগু যিনি হচ্ছেন অল্পবয়স্ক ভদ্রলোক যিনি ব্রাবান্টিওর মেয়ে ডিজবুনিয়ার একজন শুটার , আরেকজন হচ্ছেন ইয়াগো যিনি মনে করেন যে উঠলোর জায়গায় তার হওয়া উচিত। তারা দুজনেই ব্রান্ড ইউর বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন ভ্রাবানটিও এটা বলবার জন্য যে তার মেয়ে ডেস ডেমোনা ওথেলোর সাথে প্রেম করে পালিয়ে গেছে।
এই খবরটা জানানোর পরে আইগো চলে যায় এবং রডারি ওকে বলে যায় যে খবরটা সত্যি। এবার ইয়াগো অতুলের সাথে দেখা করে এবং তার সাথে সত্তিকারের বন্ধুত্বের অভিনয় করে এবং ব্রাবান্টিওর প্রতিক্রিয়া সম্বন্ধে ওথেলোকে জানায় ।
ঘটনাক্রমে ভ্রাবানটিও ওথেলো ডেসডেমোনা সেই ভেনিসের ডিউক এর কাছে এসে উপস্থিত হয়। যদিও ব্রাবানটিও উথলকে বলে যে অথেলো তার মেয়েকে বশ করেছে জাদুর মাধ্যমে । কিন্তু ওথেলো এক্সপ্লেইন করে বলে যে সে ডিসমোনিয়ার মন জয় করেছে তার রুম মহর্ষ কর বিভিন্ন ভ্রমণের মাধ্যমে এবং বহু ও রোমাঞ্চকর যুদ্ধের মাধ্যমে।
Act-2
এবার দেশ দিমু না সেই ভেনিসের ডিউক এর কাছে আসে অর্থাৎ ভ্রা ভারতীয়র কাছে আসে এবং তাকে জানাই যে সে তার স্বইচ্ছায় অথিলকে বিয়ে করেছে এবং তাকে ভালোবেসে বিয়ে করেছে।
ডিউকেবার অথেলোকে তার সেনাবাহিনীর জেনারেল হিসেবে নিযুক্ত করে যে সেনাবাহিনী তার্কের সাথে যুদ্ধ করবে এবং তাকে বলে যে তাকে সাইপ্রাস যেতে হবে এখনই। দেশ দিমু না ওথেলের সাথে যাবার জন্য অনুমতি প্রার্থনা করে । শেষ পর্যন্ত তার প্রার্থনা মঞ্জুর হয়।
তাই অথেলো দেসদীমোনাকে পরবর্তী কালে একটি জাহাজে ইয়াগুর সাথে পাঠিয়ে দেয় । অথেলো ইয়াগুকে তার একজন বিশ্বস্ত বন্ধু হিসেবে মনে করে। তাদের সাথে ইয়াগুর স্ত্রী এমিলিয়াও যায়। আগুন রোটারিগকে বোঝায় যে ডেসমনিয়া শীঘ্রই অথেলোর কাছ থেকে চলে আসবে এবং তার উচিত দেশমোনিয়াকে সাইপ্রাস পর্যন্ত অনুসরণ করা।
এদিকে ইয়াগো নিজের স্বার্থের জন্য ক্যাসিওকে ব্যবহার করবার চেষ্টা করে যে ক্যাসিও কে সে তীব্র ঘৃণা করে কারণ ক্যাসিও যে পদটা এখন দখল করে আছে সেই পদে ইয়াগুজ যেতে চেয়েছিল একসময়। জাগু এটা করে তার কারণ সে ওথেলোকে ধ্বংস করতে চায় । সাইপ্রাসে গিয়ে ইয়াগু পুতুলের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র তৈরি করে। সে উথলের মনে দেসদিমনা সম্বন্ধে নানান সন্দেহ সৃষ্টি করে এবং অথেলোকে এটা বোঝানোর চেষ্টা করে যে ক্যাসিও হচ্ছে তার প্রেমিক।
Act-3
রডের ইগোকে ব্যবহার করে ইয়াগু একটা যুদ্ধের আয়োজন করে যে যুদ্ধে ক্যাসিওর পতন হয়। ইয়াগু মনে করে যে তার কর্মক্ষেত্রের যে পদ সেটা সে ফিরে পেতে পারে যদি দেশ যেমন আর স্বামী অর্থাৎ অথেলো তার জন্য অনুরোধ করে। সাহায্যে ক্যাসিও ডেস ডিমওনার সাথে একটি গোপন সাক্ষাতের ব্যবস্থা করে।…………?????
ক্যাসিও যখন চলে যায় ঠিক তখনই ইয়াগো এবং অথেলো প্রবেশ করে। ওথেলো লক্ষ্য করে যে ক্যাসিও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। ঠিক এই সময় ইয়াগু অথলোকে নির্দেশ করে বলে যে ক্যাসিও যেন অথেলোকে এড়িয়ে চলার চেষ্টা করছে। এদিকে ওথেলো ঘরে আসবার সাথে সাথে দেশ জিমও না খুব উৎসাহের সাথে ও তো লোকে বলে সে যেন ক্যাসিওকে মাফ করে দেয় কারণ দেশ দিবোনা প্রতিজ্ঞা করেছে এবং অথেলো তার দাবিটাকে কিন্তু ফেলতে পারবে না।
অথেলো কিছু ভেবে উঠবার আগেই রাজি হয়ে যায়। ঠিক যে মুহূর্তে দেশ যেমনা এবং এমিলিয়া চলে যায় ঠিক তখনই ইয়াগু সন্দেহ বীজটা অথেলের মনে গেঁথে দেবার চেষ্টা করে। এদিকে ওথেলো অনিশ্চিত এবং উত্তেজিত হয়ে ইয়াগুর কাছ থেকে প্রমাণ চায় যে ডেস ডোমোনিয়া অবিশ্বস্ত।
Act-4
বেশি মনার একটি রুমাল দেখিয়ে অতি লোকে সে বুঝিয়ে ফেলে যেমনা বিশ্বস্ত নয়। সেই রুমালটি কিন্তু না বিনা কারণেই ফেলে দিয়েছিল। পরবর্তীকালে ওথেলোর সাথে ক্যাসিওর কথাবার্তা হয় এবং সেই কথাবার্তার মাধ্যমে অথেলের মন আরো বিতশ্রদ্ধ হয়ে যায় দেশদীমনা সম্বন্ধে এবং ক্যাসিও সম্বন্ধে।
তার স্ত্রীর বিশ্বাসঘাতকতার জন্য রাগে দুঃখে অথেলো যুদ্ধ অবতীর্ণ হয় এবং ইয়াগুর সাথে একটি চুক্তি করে যে সে অর্থাৎ অথেলো ডেস জামানাকে হত্যা করবে এবং ইয়াগু ক্যাসিওকে হত্যা করবে।।
এবার টেস্ট দিমু না ক্যাসিওকে যেহেতু কথা দিয়েছিল তাই সে অনবরত ওথেলোর সাথে সম্মতিসূচক ভাবে কথা বলে যে কথাবার্তা গুলি ওথেলো মনে করে যে দেশদেমনা বিশ্বস্ত নয়। এবার অথেলো দেশ দিমু নাকি মিথ্যাবাদী অবিশ্বস্ত এইসব বলে যখন অভিযুক্ত করে দেশ যমুনা বুঝতেই পারছিল না যে সেই কেন এসব বলছে। সে উথিলকে বারবার বলতে চাইছিল যে সে তাকে সত্যিকারের ভালবাসে।
এদিকে চালাক রডের ইগো টেস্ট দিমু ওনাকে পাবার সমস্ত আশা ছেড়ে দেয় কিন্তু ইয়াগু কাকে বলে যে সে যেন ক্যাসিওকে হত্যা করে এবং তার আশা আবার পুনরুজ্জীবিত করে নেয়। তারপর সেই রাতেই তারা ক্যাসিওকে রাস্তায় আক্রমণ করে এবং ক্যাসিও কিন্তু রডের ইগো কে চরমভাবে আহত করে। আগুন দৌড়ে গিয়ে ক্যাসিওর পায়ে ছুরি ঢুকিয়ে দেয়। ক্যাসিও কাঁদতে কাঁদতে সাহায্য প্রার্থনা করলে অথেল মনে করে যে তার প্রতিশোধের অর্ধেকটা শেষ হয়ে গেছে। এবং দ্রুততার সাথে তাকে সে মেরে ফেলে।।
এদিকে ঘরের ডেস দিমুনা বিছানায় শুয়ে আছে যখন উথেলো প্রবেশ করছে। অথেলো তাকে বলে শেষ প্রার্থনা সে যেন করে কারণ দেসদিমনার আত্মাকে মারার তার কোন ইচ্ছা নেই । অথেলো যে তাকে মেরে ফেলবে এটা বুঝতে পেরে না, বারবার প্রতিবাদ করে এবং তার নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে।
সে যে তাকে বিশ্বাস করবে না এটা জানতে pare | দেশ দিমু না তার কাছে ভিক্ষা চায় | সে যেন আরেকটু বেশি বাঁচতে পারে | তার জন্য কিন্তু অথেলো তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে।
Act-5
ইমিলিয়া যে ছিল টেস্টডি মানার চাকর এবং ইয়াগুর স্ত্রী এই সমস্ত ঘটনা বুঝতে পেরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং ইয়া বুকে মিথ্যুক বলে মন টানো এবং গ্রাটি অনার সামনে। দেশ দিমু না রুমাল কিভাবে ক্যাসিওর কাছে আসলো সেই ব্যাপারটা সে ভালো করে ব্যাখ্যা করে তাকে চুপ করতে বললে সে যখন চুপ না করতে চাই তখন ইয়াহু তাকে ছুরি মেরে খুন করে।
আহত ক্যাসিও এমিলিয়ান কথাগুলির সত্যতা সমর্থন করে। মৃত্যুর শেষ সময় পর্যন্ত একজন সৈনিক হিসেবে অথেলো তার সম্মান নিয়েই বেঁচে থাকে। সবকিছু যে তার শেষ হয়ে গেছে এটা জানতে পেরে সে বলে যে তাকে কেউ এমন ভাবে মনে রাখবে যে তার স্ত্রীকে ভালোবাসতো নট ওয়াইজলি বাট টু ওয়েল। তারপর সে নিজেকে ছুরি মেরে হত্যা করে এবং তার স্ত্রীর পাশে বিছানায় পড়ে যায় যেখানে সে মারা যায়।
At the same time, you can also read the Bangla Summary of English Literature here and learn how to write the Bangla Application Letters here.
I strongly recommend you read the text thoroughly to enjoy it. This Bangla summary of Othello is only for educational purposes.
To know more about application writing in English, please click here.
At the same time, if you want to watch it on YouTube, please click the links below.
Jewel Educare & Finesummary.
Finally, thanks for visiting here.
Furthermore, do not forget to leave your valuable comments in the comment section below.
|