King Lear Bangla Summary

King Lear Bangla Summary

King Lear Bangla Summary:  This is a Bangla summary of the play, King Lear, written by William Shakespeare. And, this is one of the greatest tragedies of Shakespeare in English literature. This is a five-act play. Undoubtedly, I have tried to give you a summary of King Lear in Bengali.

So, let’s start our summary.

কিং লিয়ার (King Lear)শুরু হচ্ছে Earl of Kent এবং গ্লোচ্ছেস্টার (Gloucester) এর  মধ্যে কথোপকথন এর মাধ্যমে । এই কথোপকথনের মাধ্যমে জানা যায় যে গ্লোসিস্টারের দুই সন্তান |

একজন হচ্ছে এডগার (Edgar), তার বৈধ সন্তান | সে তার বংশের উত্তরাধিকারী হবে | আর একজন হচ্ছে এডমন্ড(Edmund), তার ছোট ছেলে | যে হচ্ছে তার অবৈধ সন্তান। 

বয়স্ক রাজা লিয়ার (King Lear) তার সিংহাসন থেকে নেমে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি তার সমস্ত সম্পত্তি সমানভাবে তার তিন কন্যাদের ভিতরে বন্টন করে দেবেন। কিন্তু এই সম্পত্তি ভাগের আগে তিনি ভাবলেন যে তিনি তার তিন মেয়েদের একটা পরীক্ষা নেবেন । তিনি জানতে চান যে কোন মেয়ে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে।

King Lear Bangla Summary

গণেরীল (Goneril) এবং রেগান (Regan) ছিল তার দুই বড় মেয়ে । তাদেরকে তিনি যখন জিজ্ঞেস করলেন যে তারা তার বাবাকে কতটা ভালোবাসে |

তখন তারা তাদের বাবাকে একটা গালভরা উত্তর দিলেন। রাজা শুনে খুব খুশি হলেন। এবার তিনি তার ছোট মেয়ে অডেলিয়াকে জিজ্ঞেস করলেন যে সে তার বাবাকে কতটা ভালোবাসে।

কর্ডেলিয়া (Cordelia) ছিল রাজা লিয়ারের তৃতীয় এবং ছোট সন্তান। রাজার প্রশ্ন শুনে কর্ডেলিয়া চুপচাপ ছিলেন । তারপর সে বলল যে সে তাকে কতটা ভালোবাসে সেটা জানাবার কোন ভাষা নেই। সে তার বাবাকে ততটাই ভালোবাসে যতটা একজন কন্যার তার বাবাকে ভালোবাসা উচিত। 

এই কথা শুনে রাজা লিয়ার রাগে গর্জে উঠলেন এবং কর্ডেলিয়াকে সম্পত্তির ভাগ থেকে বিচ্যুত করলেন এবং তাকে নির্বাসিত করলেন। কেন্ট (Kent) কর্ডিলিয়ার কে বাঁচাতে গেলে রাজা তাকেও নির্বাসিত করে। আর তার সমস্ত সম্পত্তি দুই কন্যা গণেরীল ও রেগানের মধ্যে ভাগ করে দিলেন ।

এখানে বলে রাখা দরকার এই সময়ের ভিতর কর্ডেলিয়ার সাথে ফ্রান্সের রাজা একটা বিবাহ সম্পর্ক তৈরি হয়। এই রাজা এই সমস্ত ঘটনা শোনার পরেও  কর্ডালিয়াকে বিয়ে করতে রাজি হয়। যার ফলে কর্ডেলিয়া তার বাবার কোন সম্পত্তি এবং বিনা আশীর্বাদ ছাড়াই ফ্রান্সের রাজা কে বিয়ে করে ফ্রান্সে চলে যায়।

এদিকে সময় যেতে না যেতেই রাজা লিয়ার বুঝতে পারে যে তিনি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। এর কারণ গণেরীল এবং রিগান ধীরে ধীরে তাদের ব্যবহার পরিবর্তন করতে থাকে। রাজা লিয়ার এর কাছে সামান্যতম যে ক্ষমতাটুকু ছিল সে ক্ষমতাটুকু তারা ছিনিয়ে নিতে চায়।

তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তার প্রাণের মেয়েরা তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। লিয়ার ধীরে ধীরে পাগল হয়ে যায় | সে তার মেয়েদের বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায় একটা গভীর ঝড় যুক্ত রাত্রে। তবে তার সাথে সঙ্গে ছিল তার ফুল এবং কেন্ট নামের একজন বিশ্বস্ত মহান মানুষ যে ছদ্মবেশে সেই রাজার সাথে গিয়েছিল।

King Lear Bangla Summary

ঠিক এই সময়তেই আবার একজন বয়স্ক মহান  (Noble Man) মানুষ গ্লোচ্ছেস্টার ঠিক একই রকম পারিবারিক সমস্যার মধ্যে ছিলেন।

গ্লোচ্ছেস্টার নামের ওই ব্যক্তির সন্তান এডমন্ড অবৈধ সন্তান হওয়ায় তার অ খুশির কথা জানায়। সে যে উত্তরাধিকারী হবে না সে কোথাও প্রকাশ করে। তাই তার ভাই (Edgar) এডগারের বিরুদ্ধে সে একটা ষড়যন্ত্র তৈরি করে।

এডমন্ড মিথ্যা করে তার বাবাকে একটা চিঠি লেখে এবং বর্ণনা করে যে এডগার তার বাবা অর্থাৎ গ্রচেস্টারকে মেরে ফেলবে | এবং সমস্ত সম্পত্তি তাদের দুজন অর্থাৎ এডগার এবং এডমান্ড এর ভিতরে ভাগ করে নেবে। চালাক এডমান্ড তার বাবাকে বোঝাতে সক্ষম হওয়ায়, তার বাবা এডগার কে আর বিশ্বাস করে না।

অল্প সময়ে পরেই লিয়ার গনেরিলের রাজপ্রাসাদে এসে পৌঁছায়। রাজাকে বলে যে তার এত বড় সৈন্যদলের কোন দরকার নেই। তার একটি ছোট্ট সৈন্যদল থাকলেই চলবে যারা ব্যবহারে খুব শৃঙ্খলা পরায়ন হবে। আর তাহলেই রাজার জন্য উপযুক্ত হবে।

রাজা রেগে গিয়ে বলে যে সে তার দলবল নিয়ে রিগানের রাজপ্রাসাদে চলে যাবে। রাজা লিয়ার এতটাই রেগে যাই যে সে গনেরেলের মাতৃত্বকে অভিশাপ করে। প্রক্ষান্তরে গণেরীল রাজার যে দলবলকে পঞ্চাশে নামিয়ে নিয়ে আসে।

এদিকে sub plot দেখা যায় যে, অ্যাডমান্ড নিজেই নিজেকে আঘাত করেছে এবং ভান করছে যে এডগার তাকে আক্রমণ করেছিল। সে এও বলে যে এডগার তাকে হত্যা ও করতে চেয়েছিল। এসব শুনে গ্লসেস্টার প্রতিজ্ঞা করে যে সে এডমান্ড কে তার উত্তরাধিকারী তৈরি করবে |

সেই এডগারকে ধরবার জন্য লোক লাগায়। তাদের চোখে ধুলো দিয়ে এডগার একজন পাগল Bedlam নামের ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করে এবং নিজেকে (Poor Tom)বেচারা টম বলে পরিচয় দেয়। 

King Lear Bangla Summary

ঠিক এই সময়েই রাজা লিয়ার রেগানের বাড়িতে এসে পৌঁছায় | এসে জানতে পারে যে সে এবং গণরিল দুজনেই একসাথে মিলিত। তাই ক্রুদ্ধ রাজা ঘোড়ায় চেপে ঝড়ের ভিতর তার সঙ্গী Fool কে নিয়ে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত রাজা, Fool এবং এডগার একসাথে মিলিত হয়।

বিশ্বস্ত গ্লসেস্টার যখন জানতে পারে যে রাজা লিয়ারের মেয়েরা লিয়ারের বিরুদ্ধে গিয়েছে, সে সিদ্ধান্ত নেয় সমস্ত বিপদের ভিতরেও সে লিয়ারকে সাহায্য করবে।

গ্লোসেস্টার এডমন্ডকে বলে যে সে রাজা লিয়ারকে বাঁচাতে চায়। কিন্তু গ্লসেস্টার একেবারেই জানে না যে সে একজন বিশ্বাসঘাতকের সামনে এই কথাটা বলছে।

এডমন্ড সাথে সাথে এই সমস্ত কথাগুলি কর্ন ওয়ালকে (Cornwal) কে বলে দেয়। আর পুরস্কার স্বরূপ এডমান্ড গ্লসেসটার এর উপাধি এবং তার সমস্ত সম্পত্তি পেয়ে যায়।

গ্লোসেষ্টার বন্দি হয় | বন্দি অবস্থায় রেগান তার উপরে অত্যাচার চালায়। রেগান তার দাড়ি উপরে ফেলে এবং কর্নওয়াল তার চোখ উপড়ে ফেলে। ঠিক তখন কর্নওয়াল এর একজন চাকর তরবারি বের করে কর্নওয়াল কে মেরে ফেলে | শেষ পর্যন্ত সে সেই আঘাতে মারা যায়।

King Lear Bangla Summary

পরবর্তীকালে এডগার অবাক হয়ে যায় এবং প্রচন্ড দুঃখ পায় যখন সে জানতে পারে যে অন্ধ গ্লাসেস্টার তার একজন ভাড়াটিয়ার মাধ্যমে এদিক-ওদিক ঘোরাফেরা করে।

ছদ্মবেশ ধারী এডগার তাকে সেই ক্লিফে (cliff) নিয়ে যেতে রাজি হয়, যে ক্লিফ বা পাহাড় গ্লোসেস্টার খুঁজে বেড়াচ্ছিল।

সে গ্লোসেস্টারকে একটা পাহাড় বা ক্লিফ এর উপরে রেখে দেয় | তাকে বলে যে সে প্রেসিপাইসের (precipice) বাঁ পাহাড়ের একদম ধারে আছে। গ্লসেস্টার লাফ মারলে সে অজ্ঞান হয়ে যায় ।

তারপর এডগার তাকে বোঝাতে সক্ষম হয় যে সে কোন ভাবে পাহাড় থেকে পড়ে গিয়েছিল কিন্তু এখন সে ঠিক আছে।অসওয়াল্ড (Oswald) যে হচ্ছে গণেরিল এর প্রধান চাকর, সে সেই জায়গায় চলে আসে|

গ্লসেস্টারকে হত্যা করতে যায় কিন্তু এডগার তাকে মেরে ফেলে। মরে যাওয়ার আগে অসওয়াল্ড (Oswald) এডগারকে একটা চিঠি দেয় |

যে চিঠিটাতে এডমান্ড (Edmund) কে নির্দেশ দেওয়া হয়েছিলো আলবানী (Albany) কে হত্যা করবার জন্য | যাতে  গনেরীল (Goneril) মুক্ত হয়ে যায় এবং এডমান্ডকে বিয়ে করতে পারে ।

গণেরীল এবং এডমান্ড শীঘ্রই জানতে পারে যে অ্যালবামি বদলে গেছে। সে এখন খুব খুশি হয়েছে, এটা জানতে পেরে যে ফ্রান্স ইংল্যান্ড দখল করবার জন্য এসেছে এবং রাজাকে উদ্ধার করবার জন্য এসেছে। আলবাণী এটা জেনে খুব দুঃখিত হয় যে গ্লোসেস্টারের সমস্ত সম্পত্তি তার ছোট ছেলে এডমান্ড দখল করে নিয়েছে।

এই সময় করডেলিয়া তার বাবার মানসিক পরিস্থিতির কথা জানতে পারে এবং একটা সৈন্যদল নিয়ে বাবাকে বাঁচানোর জন্য ইংল্যান্ডে চলে আসে । অল্প কিছু সময়ের ভিতরেই কর্ডেলিয়া এবং তার বাবা মিলিত হয় ।

King Lear Bangla Summary

আলবানীর লিয়ার এবং কর্ডেলিয়াকে বাঁচানোর ইচ্ছা থাকলেও, এডমান্ড দৃঢ়প্রতিজ্ঞ হয় যে তারা সবাই মিলে তাদেরকে মেরে ফেলবে। এডমান্ড নির্দেশ দেয় যে কর্ডেলিয়া এবং লিয়ারকে বন্দী করা হোক।

আলবানী, গনেরিল্ এবং রিগান এডমান্ডের সাথে যোগদান করে এবং তাদের ভিতরে একটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

শেষ পর্যন্ত এডমান্ডের চালাকি ধরা পড়ে যায় এবং এডগারের সাথে তার একটা লড়াই হয় যেখানে এডমান্ড কিন্তু তার নিজের ভাই এডগার কে চিনতেই পারে না ।

গনেরিল আবার বিষ দিয়ে রেগার কে মেরে ফেলে কারণ সে এডমান্ড কে বিয়ে করতে চাই। তারপর গণেরিল্ নিজেও মারা যায় যখন তার চালাকি আলবানীর কাছে প্রকাশ পেয়ে যায়।

যেহেতু এডমান্ড আহত হয়ে মারা যাওয়ার পথে তাই সে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মেনে নেয় এবং যে তাকে হত্যা করে তার পরিচয়ের কথা জানতে চাই। এডগার তখন তার পরিচয় দেয় এবং জানাই যে তাদের বাবা গ্লোসেস্টার মারা গেছেন।

King Lear Bangla Summary

এডমান্ড তখন বলে যে এতসব মৃত্যু যখন হয়েছে তখন সে কিছু ভালো কামনা করতেই পারে। তাই সে তাদের ষড়যন্ত্রের কথা প্রকাশ করে ।

তার এবং গণেরিলের মতলব ছিল যে লিয়ার এবং কর্ডেলিয়াকে মেরে ফেলা এবং কর্ডেলিয়ার মৃত্যুটা একটা আত্মহত্যা রূপে দেখানো।কিন্তু এদিকে কর্ডেলিয়াকে হত্যা করবার আদেশ আগেই হয়ে যায়।

তাই পূর্বের আদেশ বাতিল করার চেষ্টা বৃথা গেলে লিয়ার মৃত কর্ডেলিয়াকে তার দুহাতে করে নিয়ে প্রবেশ করে। কর্ডেলিয়ার মৃত্যু সহ্য করতে না পেরে রাজা ও মারা যায় |

রাজার শরীরটা তার ছোট মেয়ের শরীরটাকে আবৃত করে রাখে।অ্যালবানী তখন কেন্ট এবং এডগারকে জানায় যে তাদেরকে একসাথে এই রাজত্ব চালাতে হবে |

কিন্তু কেন্ট তাদেরকে জানায় যে সে অতি শীঘ্রই এই পৃথিবীর মায়া ছেড়ে তার প্রভু অর্থাৎ রাজা লিয়ারের কাছে যোগদান করবে। এডগার এই সমস্ত ঘটনার বর্ণনা করে ।

So, I hope this King Lear Bangla summary article helps you to understand the outline of the play. But I strongly recommend you to read the text thoroughly to enjoy the play.

Moreover, Othello Bangla summary জানার জন্য এখানে ক্লিক করো |

Furthermore, to know more about essay writing in English on various topics, please click here.

To know more about application writing, please click here.

Besides, YouTuBE এ দেখার জন্য এখানে ক্লিক করো :- Finesummary

Finally, thanks for visiting here.
Moreover, do not forget to leave your valuable comments in the comment section below.

About JunAryat

I am an English Educator, teaching for about 15 years in different schools and colleges in India.

View all posts by JunAryat →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *