Bangla Application to Close Account: This is a sample Bangla application letter to the bank manager to close a savings account. আশা করছি এই বাংলা আবেদনপত্রটি আপনাদের যথেষ্ট সাহায্য করবে। মনে রাখবেন এই ধরনের যে কোনো Bangla Application লেখার সময় আপনি যেটা করতে চাইছেন সেটা পরিষ্কারভাবে চিঠিতে উল্লেখ করবেন।আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা ব্যাংক ম্যানেজারের কাছে একাউন্ট বন্ধ করবার জন্য বাংলাতে আবেদনপত্র লিখতে পারি।
Application to the Bank Manager to close the account in Bangla.
ব্যাঙ্ক ম্যানেজার সমীপেষু
আপনার ব্যাংকের নাম
ব্যাংকের শাখার নাম
ব্যাংকের ঠিকানা
বিষয় : ব্যাংকের সেভিংস একাউন্ট বন্ধ করবার জন্য আবেদন
মহাশয়,
আমার বিনীত নিবেদন এই যে, আমার এই ব্যাংকে একটি সেভিংস একাউন্ট আছে যেটা আমি ২০১৮ সালে খুলেছিলাম।এই সেভিংস একাউন্টের নাম্বার হল ১২৩৪৫৬৭৮৯(আপনার সেভিংস একাউন্ট নাম্বার লিখুন)। আমি এই একাউন্টটি এতদিন ধরে ব্যবহার করে আসছি।কিন্তু বর্তমানে আমার বিশেষ অসুবিধার কারণে আমি একাউন্টটি বন্ধ করে দিতে চাই।
তাই এই একাউন্টের অবশিষ্ট টাকা নিচের একাউন্ট এ জমা করে দিলে আমার খুব ভালো হয়। ব্যাংকের পাশ বই, চেক বই, আমি এই আবেদনপত্রের সাথে জমা করেছি।
ব্যাঙ্ক একাউন্ট
একাউন্ট নাম্বার : ৩৩৩৩৩৩৩৩ (আপনার একাউন্ট নাম্বারটা লিখুন)
ব্যাংকের নাম: ব্যাংকের নাম যে ব্যাংকের একাউন্ট এ আপনি টাকাটা নিতে চান
শাখার নাম: আপনার ব্যাংকের শাখার নাম লিখুন
IFSC : ABCD৬৬৬৬৬৬ (IFSC লিখুন)
তাই মহাশয়ের নিকট বিশ্ব প্রার্থনা এই যে, অনুগ্রহপূর্বক আমার ওই একাউন্টটি অতি শীঘ্র বন্ধ করে দিয়ে অবশিষ্ট টাকা উপরোক্ত ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করলে আমি বাধিত হবো।
ধন্যবাদান্তে,
ইতি
বিনীত
আপনার পুরো নাম
আপনার মোবাইল নাম্বার
তারিখ: ১২.০৮.২০২২
লোন একাউন্ট বন্ধ করবার জন্য ব্যাঙ্ক ম্যানেজারের কাছে আবেদনপত্র |
To know more about essay writing in English on various topics, please click here.
Moreover, to know more about application writing, please click here.
Besides, if you want to watch it on YouTube, please click the links below.
Jewel Educare & Finesummary.
Finally, thank you for visiting here.
Furthermore, do not forget to leave your valuable comments in the comment section below.
YouTuBE এ দেখার জন্য এখানে ক্লিক করো |